সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার:
রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ বাস্তবায়নের লক্ষ্যে
সুনামগঞ্জ-১ আসনের ধর্মপাশা, তাহিরপুর,জামালগঞ্জ ও মধ্যনগর উপজেলার হাওরাঞ্চলের জনগণের প্রত্যাশা পূরণ করতে চাই। এই অঞ্চলের কৃষি, মৎস্য,বালি, পাথর, কয়লা সহ শিক্ষা,স্বাস্থ্য বাসস্থানের সুব্যবস্থা করার লক্ষ্য জনগণের প্রত্যাশা পূরণ হবে ইনশাআল্লাহ।সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিশাল জনসভায় একথা বলেন,
সুনামগঞ্জ-১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, তাহিরপুরের কৃতি সন্তান, সুনামগঞ্জ জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, জননেতা, কামরুজ্জামান কামরুল। তিনি আরও বলেন, বিগত দিনে যারা কারা নির্যাতিত, বিভিন্ন ভাবে হয়রানীর শিকার, ত্যাগীনেতাদের মূল্যায়ন করতে হবে। বুধবার বিকেলে ধর্মপাশা মধ্যবাজারে জনসভা অনুষ্টিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধর্মপাশা উপজেলা শাখার আয়োজনে বিশাল জনসভা অনুষ্টিত হয়। জনসভায় ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী মাজাহারুল হক এর সভাপতিত্বে ও ১ম যুগ্ন আহবায়ক আব্দুল হক এর সঞ্চালনায়, বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ২য় যুগ্ন আহবায়ক এসএম রহমত, ৪র্থ যুগ্ন আহবায়ক জুলফিকার আলী ভুট্রো, তাহিরপুর উপজেলা আহবায়ক কমিটির ২য় যুগ্ন আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, মধ্যনগর বিএনপির আহবায়ক কমিটির ৪র্থ যুগ্ন আহবায়ক মমিনুল হক বেনু, ধর্মপাশা উপজেলা আহবায়ক কমিটির সদস মজিবুর রহমান মজুমদার, সাবিকুন্নাহার শিল্পী, মো: নেহাল উদ্দিন, সালাউদ্দিন
সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।