মোঃ বনি আমিন শেখ, বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি
বটিয়াঘাটায় যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার করা হয়েছে কুখ্যাত সন্ত্রাসী গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী মোঃ শাকিলসহ ৩ জন কে। সোমবার গভীর রাতে বাশবাড়িয়া একতার মোড় ও শাকিলের নিজ বাড়িতে এ অভিযান চালানো হয়।
বিশ্বস্ত সূত্রে জানাযায় গোপন সংবাদের ভিত্তিতে ০৮/০৭/২০২৫ তারিখ ভোর পাঁচটার দিকে যৌথবাহিনী প্রথমে বাশবাড়িয়া একতার মোড় এলাকায় অবস্থান নেয় এবং সেখান থেকে সন্দেহভাজনদের শনাক্ত করে। পরে শাকিলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে সহ ৩ জন কে আটক করা হয়।তারা হলেন ১/ মোঃশাকিল (৪০) পিতা,মৃত- হাবিব শেখ ২/ শহিদুল ইসলাম খোকন(৩৫) পিতা,মৃত-সুলতান আহমেদ ৩/ মোঃ শাকিল শেখ(২২) পিতা,আব্দুল জলিল শেখ। সর্ব সাং, বাঁশবাড়িয়া,থানা বটিয়াঘাটা,জেলা খুলনা।
গ্রেপ্তার হওয়া মোহাম্মদ শাকিল দীর্ঘদিন ধরে খুলনা অঞ্চলের কুখ্যাত অপরাধী গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, এবং একাধিক মামলা রয়েছে,যার মধ্যে সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি ও অস্ত্র বহনের অভিযোগ উল্লেখযোগ্য।
অভিযানের সময় আটককৃতদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। ১টি পিস্তল,পিস্তলের ১টি ম্যাগাজিন, এক রাউন্ড পিস্তলের গুলি,১ টি ডামি রিভলভার,১টি ইলেকট্রিক শকপেন,১টি চাকু, দুটি মোবাইল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে একটি নির্ভরযোগ্য সূত্র। বর্তমানে তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,এই অভিযানের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করা হয় এবং অভিযানের মাধ্যমে সন্ত্রাসবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়ায় মামলা দায়ের করেছেন মামলা নং ০৫/২০২৫,এবং তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।”
উল্লেখ্য,গ্রেনেড বাবু খুলনা অঞ্চলের একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডের মূলহোতা চিহ্নিত এবং দীর্ঘদিন পলাতক রয়েছে।