কলমে: প্রভাষক জাহিদ হাসান
লিখব না কেন, লিখব
স্বাধীনতার পক্ষে লিখব।
পরাধীনতার বিপক্ষে লিখব।
লিখব না কেন, লিখব
দেশপ্রেমিকদের ভালবেসে লিখব।
দেশদ্রোহীদের ঘৃণা করে লিখব।
লিখব না কেন, লিখব
সত্যবাদীদের ধন্যবাদ জানিয়ে লিখব।
মিথ্যাবাদীদের নিন্দা জানিয়ে লিখব।
লিখব না কেন, লিখব
আদর্শবানদের প্রশংসা করে লিখব।
দুর্নীতিবাজ, লুটেরা-খুনীদের ধিক্কার দিয়ে লিখব।
লিখব না কেন, লিখব
প্রকৃত ধার্মিকদের সম্মান জানিয়ে লিখব।
হিংসুক, লোভী, ইতরদের ঘৃণা করে লিখব।
লিখব না কেন, লিখব
আমানতদার নীতিবানদের পক্ষে লিখব।
হক হরণকারী নীতিহীনদের বিপক্ষে লিখব।
লিখব না কেন, লিখব
ভদ্র, মার্জিত, বিনয়ীদের সাধুবাদ জানিয়ে লিখব।
অসভ্য, বেয়াদব, অমানুষদের ধিক্কার জানিয়ে লিখব।
লিখব না কেন, লিখব
শালীনতার পক্ষে লিখব।
অশ্লীলতার বিপক্ষে লিখব।
লিখব না কেন, লিখব
ন্যায় ও নৈতিকতার পক্ষে লিখব।
অন্যায় ও অনৈতিকতার বিপক্ষে লিখব।