ঘন মেঘে ঢাকা গগন,
বাজে দূরে মৃদু গর্জন।
কাঁচা রোদে হারায় রঙ,
নেমে আসে জল নিঃসঙ্গ মন।
বটগাছ চুপ, পুকুর ভরে,
কাদামাটির গন্ধ ধরে।
আসে হাওয়া স্নিগ্ধ শীতল,
জানালায় বাজে বৃষ্টির খেল।
টিনের ছাদে টিপ টিপ ধ্বনি,
ছায়া নামে অদ্ভুত ধরণি।
ঝড়ের মাঝে দুলে ফুল,
কদম গন্ধে স্নানায় কূল।
নদীর পাড়ে ঢেউয়ের নাচন,
ঝরনার গানে বাঁশির স্পন্দন।
ছাতার নিচে জোড়া পা
হাঁটে ধীরে ভালোবাসা।
শালবনে ওঠে সবুজ ধোয়া,
ভেজা পাখি ডাকে ছোঁয়া।
চা-এর কাপে ধোঁয়ার ছায়া,
গল্পগুলো হয় সজীব মায়া।
প্রেমিক চোখে স্বপ্ন নামে,
বর্ষা যেন কবিতা জানে।
ভিজে শরীর, কাঁপে প্রাণ
তবুও সে এক অনন্ত গান।
সন্ধ্যে হলে দীপ্ত বিদ্যুৎ,
আঁধার খোলে নীল সৌভাগ্য।
মাটির টানে, জলের দানে,
ধরা পায় এক নতুন আগ্য।