এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় এবার এসএসসিতে পাসের হার ৭৫ দশমিক ৭৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২২০ জন পরীক্ষার্থী। সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে নিয়ামতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে। পাসের হারে এগিয়ে রয়েছে মায়ামারী টি এল বি উচ্চ বিদ্যালয়।
আজ বৃহস্পতিবার দুপুরে দেশের অন্য শিক্ষাবোর্ডের সঙ্গে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি-২০২৫ সালের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে দেখা যায়, এবার নিয়ামতপুর উপজেলায় মোট এসএসসি পরীক্ষার্থী ছিল ১৭০০ জন। এর মধ্যে পাস করেছে ১২৮৮ জন। পাসের হার ৭৫ দশমিক ৭৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২২০ জন পরীক্ষার্থী।
সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে নিয়ামতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে। এই প্রতিষ্ঠান থেকে ৩৮ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাসের হারে এগিয়ে রয়েছে মায়ামারী টি এল বি উচ্চ বিদ্যালয় । পাসের হার ৯৫ দশমিক ২৯ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে ৮৫ জনের মধ্যে পাস করছে ৮১ জন।
দাখিল পরীক্ষায় পাসের হার ৬৮দশমিক ৭২ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল ৫৫০ জন। পাস করেছে ৩৭৮ জন। জিপিএ -৫ পেয়েছে ৩ জন।
ভোকেশনালে পাসের হার ৬১ দশমিক ৭৭ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল ১২১ জন। পাস করেছে ৬৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৩ জন।