লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
ব্রাহ্মণবড়িয়া সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের মসজিদের দোতলা থেকে উদ্ধার হয়েছে নয় বছরের কিশোরী কন্যা ময়নার লাশ! ময়নার বর্ননা করবো আগে নাকি মসজিদের? আমি কিংকর্তব্যবিমূঢ়! ফুটফুটে সুন্দর ইনোসেন্ট চেহারার ময়না হয়তো তৃতীয় বা চতুর্থ শ্রেনীর ছাত্রী হবে, তাকে ধর্ষণ শেষে তার ই পাজামা দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে! তেমনি উলঙ্গ পড়ে আছে লাশ! তার মা বলেছেন, গালায় উর্ধাঙ্গে দাগ আছে, নিন্ম অঙ্গ রক্তাক্ত! পোস্টমর্টেম রিপোর্ট এখনও হাতে আসে নাই!
মসজিদ নিয়ে দু'টো কথা না বললে নয়? এত সুন্দর মসজিদ তিনতলা, এত ফ্যাশনাবল বলা ই যায় না কত টাকা খরচ হয়েছে, সম্ভবত গত স্বৈরাচারী সরকার রাস্ট্রীয় টাকার মসজিদ, এজন্য শেখ হাসিনার বিরুদ্ধে আর একটা মামলা হতে পারে! ১৫২ টা মামলা এ সরকার করেছেন, আর একটা হলে ১৫৩ টা হবে।
ধর্ষণ যদি এমন ফাইভ স্টার হোটেল সদৃশ্য মসজিদে হয়, ধর্ষক বোধ হয় দ্বিগুণ স্বাদে তৃপ্ত হয়! মসজিদ থেকে আর নিরাপদ জায়গা কই! তারপর আবার এসির ঠাণ্ডা বাতাস!
আগামী এদেশ শাসনে যদি তালেবান সম সরকার আনা যায় তালে অনেক ময়না হয়তো মসজিদে এমন যাওয়ার সৌভাগ্য বান হবে! নারী আর কুকুর তো এদেশে মসজিদে প্রবেশ নিষেধ, কোন মসজিদে এমন লেখা দেখেছিলাম একদিন!
দেশের আইন শৃঙ্খলা কবে ভালো হবে তা ও সেই উপর ওয়ালা জানেন!
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, "আমরা সৌদি আরব খোঁজ-খবর নিয়েছি, মসজিদ করতে সৌদি সরকার কোন টাকা দেয় নাই, রাষ্ট্রীয় কোষাগার থেকে ৫৫৬ টা মডেল মসজিদ করার কি দরকার? সুন্দর ইসলামি কথা বলেছেন সন্মানিত প্রেস সচিব! এমন না হলে মসজিদের দোতালায় " ময়না" ধর্ষণের শিকার হতোই না, হাসিনার বিরুদ্ধে মামলা কেন হবে না? প্রেস সেক্রেটারি নিশ্চয়ই খোঁজ নিবেন, পদ্মা সেতুতে "বিশ্ব ব্যাঙ্ক কোন অর্থায়ন করে নাই, অতএব এটা ও বাংলাদেশ কোষাগারের টাকা, মিস ইউজ, আরও একটা মামলা পদ্মা সেতু নিয়ে হতে পারে। আমেরিকা থেকে ভাসমান বুলডোজার এনে ৩২ নাম্বার ধানমন্ডি বাড়ীর মত ভেঙে দিতে পারে, যতদিন এ সেতু থাকবে ততদিন এই স্বৈরচার কে দক্ষিণ বাংলার ২৩ জেলার লোক মনে করবে, অতএব মন থেকে মোছার এই একটা ই পথ! মালেশিয়ার "মাহাথির মোহাম্মাদ' যে ভাবে হাসিনা কে " ডায়নামিক" বলেছেন, তাতে সারা বিশ্বের মানুষের মন থেকে মোছা কষ্ট, তবু ও চেষ্টা করতে দোষ কি?
যতবারই বাংলাদেশে '৭১ বিরোধী চক্র ক্ষমতায় এসেছে ততবার মুজিব রবীন্দ্রনাথ কে মোছার চেষ্টায় ত্রুটি করেন নাই কিন্তু পারছে বলে তো মনে হয় না! সেই প্যারিস মিউজিয়ামে তার ছবি, বৃটিশ মিউজিয়ামে তার ছবি, ইউনেস্কো মিউজিয়ামে ছবি সহ সেরা ভাষন যা ৭ ই মার্চে দিয়েছিলেন! গতকাল আবার তুরস্কে মুজিবের নামে রোড উদ্বোধন হলো!
ভালো থাকেন নিজ সন্তান কে নজরে রাখেন!