কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
গুড়ি গুড়ি বৃষ্টির প্রভাতে, বকুল তলাতে
বলেছিলে তুমি, মোর কপাল চুমি, ভালোবাসি তোমায়!
লাজুক আঁখি, চোখ নিচে রাখি, পায়ের বৃদ্ধ আঙুলে খুড়লে মাটি
বলেছিলাম, বুকে তব টানি, হোক যত জানা জানি, ভুলনা আমায় !
আঁখি ছলছল, বুকে নিয়ে বল, করে প্রতিজ্ঞা, বলেছিলে “জো আজ্ঞে!”
আজো কি আছে সেকথা মনে, আছো কোথা, কার সনে?
কেমন তোমার বর, কোথা তারঘর, সন্তান-সন্ততি ক’জন
তুমি আমার সাত রাজার ধন, ছিলো কি সে স্বজন, কেমনে ধরলো তারে মনে?
তোমার আকাশে, বৃষ্টির প্রাচুর্য আছে, এখানকার মত শ্রাবন –
নদী পাহাড় আকাশ মাটি, দেখতে কি পাও, এমন সব প্রকৃতি খাঁটি?
মানব-প্রকৃতি আচার-আচরণ, নিষ্ঠুরতার কি একই ধরন
গর্ভবতী ধান ক্ষেত, খাল নদী বিল সবুজ উদ্যান, তথা আছে?