খুলনা প্রতিনিধি:
এসএসসি পরীক্ষা ২০২৫ শিক্ষাবর্ষে চিত্রশিল্পী মিলন বিশ্বাসের ছেলে অংশগ্রহণ করে। তার রেজাল্ট ১০ জুলাই প্রকাশ হয়েছে এতে সৌহার্দ্য বিশ্বাস জিপিএ ৫ অর্জন করে এই খবরে খুলনা আর্ট একাডেমি পরিবারের সকলের খুব আনন্দের একটি বিষয়। শুক্রবার সন্ধ্যায় খুলনা আর্ট একাডেমি প্রাক্তন দুজন শিক্ষার্থী শুভদ্বীত মন্ডল ও সুব্রত কুমার মন্ডল ২০১৪ সালে চারুকলা বিশ্ববিদ্যালয় পড়ার জন্য মিলন বিশ্বাসের কাছে ৬মাসের একটি কোর্স সম্পূর্ণ করে। খুলনা বিশ্ববিদ্যালয় প্রথম স্থান অধিকার করে শুভদ্বীত মন্ডল এবং সুব্রত কুমার মন্ডল ময়মনসিংহ বিশ্ববিদ্যালয় মেধা তালিকায় ৬ষ্ঠ স্থান অর্জন করে।
দুজনেই চারুকলার উপরে অনার্স মাস্টার্স পড়াশুনা করে কিন্তু পড়াশোনার ব্যস্ততার কারণে ফোনের মাধ্যমে নিয়মিত যোগাযোগ করতেন। আজ সৌহার্দ্যের ভালো রেজাল্ট শুনে ফুল নিয়ে ছুটে আসেন শুভেচ্ছা জানাতে। তখন শুভদ্বীত এর কাছে জানতে চাওয়া হয় এত টাকা খরচ করে ফুল আনলে কেন? প্রতি উত্তরে শুভদ্বীত জবাব দিলেন স্যার আপনার কাছ থেকেই এই আদর্শ শিক্ষা গ্রহণ করেছি। কোন শিক্ষণীয় বিষয়ে বা ভালো কিছু অর্জন করলে সবচেয়ে বড় উপহার হলো ফুল। আজ যদি আমরা বাবুকে ফুল দিয়ে শুভেচ্ছা না জানাই সামনের গতিপথ আলোকিত হবে কি করে।
২০১৫ সালে আপনার কাছ থেকে পড়াশোনা করে খুলনা বিশ্ববিদ্যালয় মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছিলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও মেধা তালিকায় সফলতা অর্জন করে ওখানেই পড়াশোনা করি। তখন আপনি আমাদের হাতে ফুল তুলে দিয়েছিলেন আজ সেই আলোতে আলোকিত হয়ে পড়াশোনা জীবন পরিসমাপ্তি ঘটিয়ে চাকরি জীবনে পদার্পণ করেছি। আপনার কাছ থেকে শিক্ষা নিয়ে তাই আজকে সৌহার্দ্য বাবুর এই প্রাপ্তিতে আমরা অত্যন্ত আনন্দিত। কারণ আমরা যখন আপনার কাছে এসেছি তখন সৌহার্দ্য বাবুকে কত কোলো নিয়েছি।আজকে সেই বাবু ভালো রেজাল্ট করেছে এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া।তাদের কথা শুনে চিত্রশিল্পী মিলন বিশ্বাস তাদেরকে ধন্যবাদ জানান ।তখন সৌহার্দ্য এর কাছে তার এই ফুলের শুভেচ্ছার অনুভূতি জানতে চাইলে বলে ছোটবেলা থেকে প্লে, নার্সারি থেকে শুরু করে আজ এসএসসি বোর্ড পরীক্ষায় রেজাল্ট প্রকাশ হলে সবাই অনেক খুশি হয়েছে।
এটাই আমার কাছে অনেক বড় পাওয়া।তার মধ্যে আজকে যাদের হাত থেকে ফুলটা আমি গ্রহণ করেছি কাকারা অনেক মেধাবী। বিশ্ববিদ্যালয় প্রথম স্থান অধিকার করেছেন তখন আমি খুব ছোট ছিলাম আজ কাকারা ফুল তুলে দেওয়ার পরে আমি খুবই ভাগ্যবান মনে করছি কাকাদের হাত থেকে ফুল গ্রহণ করে। এবং তাদেরকে মিষ্টি মুখ করিয়ে পায়ে হাত দিয়ে শুভদ্বীত এবং সুব্রত মন্ডল এর কাছ থেকে আশীর্বাদ নেয় সৌহার্দ বিশ্বাস।