তুমি উষশী প্রণয়িনী কান্তা সম সুদর্শিনী
স্বরূপে বিরাজিতা মম তটে
সুনয়না প্রিয়তমা তুমি যে তিলোত্তমা
অবেলায় এলে জীবন পটে।।
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দন্ডায়িত আনমনে
প্রকাশিলে তব বচন
দয়িতা প্রেমাসক্তা আবেগিক প্রণয়ক্তা
হৃদে সৃজিত বীজ বপন।।
জীবন সায়াহ্নে এসে দাঁড়ায়ে মম পাশে
প্রমোদ করেছো ব্যপ্ত
আবেশিত আসত্তি ভালে স্মরি তোমা প্রতি পলে
অনুকম্পা অনুরপ্ত।।
ঊষশী মম পাঞ্জেরী হৃদাসনে পুস্পমঞ্জুরী
সুশোভিত অস্তরাগে
বিস্মৃত না হও কভু ওগো সাথী চিরবিভু
বর্ণিল করো হৃদি ফাঁগে।।
----------------------------০------------------------