কলমেঃ ফাতেমা আক্তার
বৃষ্টি ভেজা রাতে ঘুরে আসি ঘুমের দেশে, স্বপ্নে আসে কত রঙয়ের ঘুড়ি সেই ঘুড়ি নিয়ে আমি আকাশে উড়ি।
মেঘ বালিকা হাতছানি দিয়ে ডাকে? তার পিছু নিতে নিতে পৌঁছে গেছি স্বর্গে!
সেখানে এসে দেখি হুর পরী! সামনে দাঁড়িয়ে কান্না করে, নিজেই শোধাই কেন কর কান্না, মনে বাড়ালে উজান ভাটির বন্যা।
আকাশে হলো বিদ্যুৎ চমকানোর শব্দ ঘুম ভেঙ্গে গেলো, দেখি আমি বিছানা ছেড়ে মাটিতে পরে করছি গড়াগড়ি।
এই হলো আমার কল্পনায় তোমার রাজ প্রাসাদের রাজ্য! ভেবে দেখো মনের ভিতরে হুর পরী আর মেঘ বালিকার ছড়া ছড়ি!
তাই বলি প্রেম পিরিতি সবাই আমরা না করি।