কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
আজ আমার বিয়ে! কি শুনতে পাওনা
দেবদাস হওয়ার শখ? কেন উত্তর দাওনা?
অতদূর থেকে আসি, বুঝাতে চাইনি কত ভালোবাসি
আসছি জানাতে, তোমার চেয়ে বড় লম্পটের রশিতে, হচ্ছে আমার ফাঁসি!
কত মাস বছর, ঘুরেছ আমার পিছুপিছু
উদ্দেশ্য তখন বুঝিনি আমি কিছু,
আমার বাবার অর্থ সম্পদ অঢেল
লোভে, করছো আমায় পাগল, উঠছি নিজে তোমায় নিয়ে প্রতি সপ্তাহ হোটেল!
আজ আমায়, পোড়া সিগারেটের শেষ অংশের মত
ড্রেনে ছুড়লে, মদের খালি বোতল ছিলো যত!
লম্পটের কাছে ভালোবাসার কি’বা আছে দাম
যতোই প্রণয় যাচো, দেহ দাও, ঝরাও যত ঘাম ?
আজকে আসবে আমার ‘বর’, আমার বাবা-র অট্টালিকা ঘর
অজপাড়াগাঁয়ে আসছি বলে, ভেবো না, বাঁধতে আসছি সংসার!
প্রবেশ করেন ভাত রাঁধুনী, প্রতিবেশী মাতা, চীৎকারে কন, কি বলছো যাতা?
ব্লাড ক্যানসার বেঁধেছে শরীরে বাসা,
কয়েকটা দিন ভগবান বাঁচিয়ে রেখেছেন অগত্যা!
পায়ে পড়েন ধনীর দুলারি, যান ধূলায় গড়াগড়ি
ভগবানের কি সাধ্য, আমার থেকে নেয় তোমায় ছাড়ি?
তোমায় নিয়ে গয়া কাশি, বৃন্দা বন যাবো, বেলোর, সিঙ্গাপুর
আমার বুকের ভালো বাসার উত্তাপ, ভাসবো তোমায় নিয়ে, প্রয়োজন যতদূর!