কলমেঃ ফাতেমা আক্তার
ভালোবাসা বলতে সব এখন পৃথিবীর বুকে স্বার্থপরের খেলা, আমি এখন ভালোবাসা জিনিস টা বিশ্বাস করি না,
কেউ কখনো কাউকে ভালোবাসে না, যদি ভালোবাসাতো তাহলে সে কখনোই তাকে ছেড়ে থাকতে পারতো না।
মিথ্যা কিছু অনুভুতি মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, আবেগ কে মানুষ এখন ভালোবাসা বলে চালিয়ে দেয়,
যখন বিবেক নারা দেয় তখন মানুষ ভুলে যায় সব কিছু, আমি তো বলি যে লাইলি মজনু’র মতো ভালোবাসা হতে হয়।