প্রণয়ের পারিজাত
অবগুন্ঠিত মননে অতীত স্মৃতি স্মরণে
পাণিতে প্রণয়ের পারিজাত
সিংহরা করে লয়ে উন্মুখ উদাসীন হয়ে
মম ভালে আসীন অকস্মাৎ।।
রক্ত কেশরা তুমি ওগো মোর অন্তর্যামী
প্রজক্ত মম সন্নিকটে
কাহরাপাত্রক মিতালী মিশ্র ভৈরবী গিতালী
শ্রুতিময় তব তটে।।
পুষ্পক নালা কুমকুমা সুবাসিত মঞ্জুরী সুষমা
দুঃখের বরিষণ হানে
ওগো হৃদ্য প্রণয়নী বিষাদ হরা হরিণী
উপবেশিত পদ্মাসনে।।
বিবর্ণ প্রণয়
শাওন স্বপন পূরে প্রণয় নিয়ে এলাম ঘুরে
লভে আস্তিন বিবর্ণতা
বেদনার রং সুনীল অভিযোজন সাবলীল
মননে আজই সংকীর্ণতা।।
তুমি অভেদ পরমাত্মা দরশনে আসি অগত্যা
পরশিলে হৃদ-মাঝারে
কনক কাঞ্চন মণি হীরে পান্না চুনি
বিরান অলখ পাথারে।।
ভবিতব্য নেই কিছু ভাবিনা আগুপিছু
সঞ্চয়িত মম ভালে
স্মরি সদা তব স্মৃতি মম ত্বমা হে সাথী
সমক্ষে প্রতি পলে।।
সেই তো আবার কাছে এলে
রামধনুর বিবর্ণতা পরশিলে
মান – অভিমানের চক্রবুহ্যে
প্রণয়ের সিক্ত দহনে দহে
সেই তো আবার কাছে এলে।।
সুপ্ত মননে বিরাজিতা প্রীতি
যোজন – বিয়োজন প্রেম ধারা
হৃদয় পটে পড়লো সাড়া
ভ্রম বিহনে সকাশিত চির সাথী।।
মানসপটে আসীন মম সংগীতা
তোমা স্মৃতি করি রোমন্থন
স্বপনে আসি করো পরশন
হৃদমাঝারে বিচরণ সদ্য পুষ্পিতা।।