বুধবার, ২৩ জুলাই ২০২৫, ১২:১২ অপরাহ্ন

‎ছোটগল্প; মেলার খেলা

Coder Boss
  • Update Time : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৪২ Time View


‎মো: রিমেল, বাংলা বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়



‎বিকালে মা আমাকে নিয়ে গেল যতিনদের বাড়ি।জানি না কেন নিয়ে গেল।মা কি বুঝতে পেরে গেল আজ সকালে খেলার সময় যতিনকে আমি মেরেছিলাম?মনে মনে তাই ভাবছিল তনয়।

‎মা কেন যতিনের বাড়ি নিয়ে যাচ্ছো বল না?

‎তুই আয় দরকার আছে।

‎একটু পরে যতিনের বাড়ি গিয়ে মা বললো

‎কই গো যতিনের মা। ঘরে আছো নি

‎ভয় পেয়ে গেল তনয়।কারণ সাথে যতিন ও ছিল যতিনের মায়ের সাথে।

‎যতিন যদি বলে,মাকে যে আমি তাকে মেরেছি?

‎তনয়ের মা বলে,তুমি না সকালে বললে একটা কাচা কাঠাল দিবা?

‎শুনে তনয় যেন হাফ ছেড়ে বাঁচল।

‎দাড়াও গো।দা টা নিয়ে আসি।

‎যতিনের মা দা খুজছে।এদিকে তনয় মাকে বলে,

‎মা তুমি কাঠাল দিয়ে কি করবে?

‎জানস না কালকে পহেলা বৈশাখ। কিছু ভালো মন্দ ত রানতে হবে।নতুন দিনে একটু সবজি রানতে হবে।আয় আমার লগে।

‎কালকে নববর্ষ তা তনয় জানতো না।মায়ের সাথে কাঁচা কাঁঠাল নিয়ে বাড়ি ফিরে তনয়।রাতে মাকে নানা কাছে সাহায্য করে।মাকে প্রশ্ন করে,

‎আচ্চা মা কালকে কি হবে?

‎কালকে বাংলা বছরের প্রথম দিন।আমাদের বটতলায় মেলা বসবে।সবাই অনেক আনন্দ করবে।

‎শুনে মন খুশি হয়ে গেল তনয়ের।রাতে শুধু বটতলার মেলার কথা কল্পনা করছে।ঘুম আসে না।মা বুঝতে পেরে বলে,তয়ন ঘুমিয়ে পড়।সকালে তাড়াতাড়ি উঠতে হবে ত।রাত হয়েছে বেশ,আচ্চা মা মেলায় কি কি বসবে?

‎অনেক কিছু তুই ঘুমা,,,

‎ঠিক আছে মা।দেখো সবার আগে উঠবো।

‎সকাল হয়ে গেছে।৮ টা বাজতে চলল।বাড়ির সবাই উঠে গেলেও ঘুম ভাঙ্গেনি তনয়ের।মা সকালে বলে,

‎উঠ না তনয়।বেলা ত বেশ হয়েছে।সবাই নতুন নতুন জামা কাপড় পরে খাওয়া দাওয়া করল যে।যতিন ও তকে ডেকে গেল।

‎অনেক ডাকাডাকির পরে ঘুম ভাঙ্গে তনয়ের।আচ্ছা মা বাবা কই?

‎তর বাবা অনেক আগেই বটতলায় গেছে।তকে অনেক ডাকলো তুই ত উঠলি না।আমাকে বললে না কেন?

‎যা আর আর দেরি করিস না। পুকুর থেকে গোসল করে আয়।

‎তাড়াহুড়ো করে গোসল করে আসলো।মায়ের রান্না করা সবজি আর হরেকরকম পদের রান্না খেয়ে বেশ মজা পেল তনয়।

‎সকাল সাড়ে দশটার সময় পথের অর্জুন গাছটার নিয়ে বসে তনয় অপেক্ষা করে কখন বাবা আসবে।নানা মানুষ আসে যায় তবে বাবা আসে না।একটু পরে এক দইওয়ালা আসে।বাবু জি দই নিবে?

‎তনয়,কত করে?

‎৫ টাকা।পকেটে হাত দিয়ে তনয় দেখে ৩ টাকা আছে।সকালে মা তাকে দিয়েছিল।না গো আমার কাছে ৩ টাকা আছে।

‎আজকে পহেলা বৈশাখ যাও তোমাকে ৩ টাকাতেই দিলাম।

‎তনয়ের দই শেষ তবু ও তার বাবা আসছে না।পথের ধারের অর্জুন গাছের নিচে বাশের মাচার উপরে শুয়ে পড়ল।দক্ষিণা বাতাস বেশ বইছে।

‎একটু পরে একজন লোক এসে বলে,

‎দেখো কাণ্ড ছেলেটা ঘুমিয়ে আছে কেন?

‎রাস্তার ধারে কেউ এমনে শুয়?

‎উঠ উঠ।

‎উঠে চোখ চুলকিয়ে বলে তুমি কি আমার বাবাকে দেখেছো?

‎ভালো করে দেখ,আমি ই তর বাবা।

‎তারপরে বলে,

‎বাবা তুমি আমারে মেলায় নিয়ে যাও নি কেন?

‎তকে ত সকালে ডাকলাম।নে ধর।একটা বাশি আর একটা খেলনা গাড়ি দিল তয়নের বাবা।ঘরের দিকে রওনা দিয়ে বলে,পথের ধারে আর এভাবে শুবে না।লোকে কি বলবে ?তাদের ঘর বাড়ি নেই?

‎বাড়িতে এসে মাকে বলে,,মা মেলায় যাবো।

‎এই দুপুরে যাবি কি করে?

‎সন্ধ্যায় যাস নে।যতিন এসে বলল সন্ধ্যায় তাদের পরিবার মেলায় যাবে তকে ও নিয়ে যাবে।সন্ধ্যা হওয়ার অপেক্ষায় থাকে তনয়।

‎যতিন এসে বলে,তনয় চল বটতলার মেলায় যাবো।তনয়ের যতিনের পরিবারের সাথে  যাচ্ছে মেলায় তবে যাওয়ার সময় কল্পনা করে কি কি কিনবে আর খাবে।

‎দুর থেকে বটতলার বটগাছটা দেখা গেল।কাছে এসে দেখে মেলায় কেউ নেই।মেলা শেষ হয়ে গেছে।একজন লোক বলে

‎মেলা ত বিকেলে শেষ হয়ে গেছে।কান্নায় ভেঙ্গে পড়ে যতিন আর তনয়।

‎মন খারাপ করে আছে তনয়।একটু পরে দেখা গেল। তনয় বলছে, কাঠের ঘোড়াটা কত করে? মাটির ব্যাংকটা দেখাও ত,,,

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102