কলমেঃ দেবিকা রানী হালদার
অধঃপতনের কোন ধাপে আমি, আমার দেশ
আর তোমরা কত করবে এ দেশটা শেষ?
"শিক্ষিত মুর্খের" জুলাই বিপ্লবের স্বাধীনতা
সেচ্ছায় তিরিশ লক্ষ শহীদের দেশকে করা মার্কিন অধীনতা!
কোন অধঃপতনের দিকে এগিয়ে যাচ্ছি দিগ্বিজয়ীর মত
আর কত রসাতলে নিলে এজেন্ডা বাস্তবায়ন শেষে, বাহবা পাবে শত!
কত গিরি প্রান্তর ঘুরে স্বাধীন হয় একটা দেশ
কত রক্ত, মা বোনের ইজ্জতের বিনিময় কেনা দেশটা করলে শেষ!
ফিরিয়ে আনলে অস্ত্রাগার করে, সতেরশো সাতান্ন সাল
ডেকে আনলে লর্ড ক্লাইড কে, তস্কর কে তুলে দিলে নিজ ঘরের ছিলো যত মাল!
নাহি গঞ্জি তোমা, ছিলেনা দরদী কভু এ বাংলার তুমি
এত অর্থ বিত্ত তবু হওনি সদয় গরীবের তরে কভু, জানেন অন্তর্যামী!
সারা বিশ্বে আজ ছিঃ ছিঃ রব, উপদেষ্টার ব্যাগে A K - 47 রাইফেল,বিমানে চড়লো যথা!
নাহি শিশু এ বাংলায়, হাসিবে না, শুনে এ কথা,
আরো আছে প্রতি ষড়যন্ত্র কারীর বাড়ি হোক তল্লাশি!
উনত্রিশ মিলিয়নের বন্টন ভাগীদার ডেকো না করতে শালিসি !