রেবেকা আক্তার
সুন্দরগঞ্জ, গাইবান্ধা
ভয় আর নীরাবতায় গড়া এই শহরের দেয়াল,
চাঁদাবাজের অবিচার করছে না কেউ খেয়াল।
টাকার নেশায় অন্ধ তারা, বিবেক গেছে মরে,
লুটে খায় শ্রমিকের ধন, লুটতরাজ করে।
পাথরের ঘায়ে ভাঙ্গল তারা বুকের নরম হাড়,
চাঁদাবাজের ঠাই হবে না এই বাংলায় আর।
পাষাণ্ড মনের মানব তারা চোখে নেই মায়া,
বাংলার বুকে থাকবে না আর ওদের কালো ছায়া।
ভয় দেখিয়ে চুপ করানো যাবে না আর মুখ,
আগুন হয়ে জ্বলে উঠেছে নিপীড়িতের বুক।
জেগে উঠুক সাহস এবার, জেগে উঠুক মানব,
চাঁদাবাজ খোলস পরা নরপিশাচ দানব।
চাঁদাবাজের রক্তচক্ষু হবে না আর ভালো,
সাহস নিয়ে প্রতিবাদের আগুন তোরা জ্বালো।
মাজলুমের পরিবারে আসছে নেমে শোক,
চাঁদাবাজের শেষ ঠিকানা জেলের গন্ডি হোক।
চোর,বদমায়েশ, গুন্ডা দ্বারা দেশটা আজ ব্লক
মানব কন্ঠে উঠবে এবার প্রতিবাদের শ্লোক।
চাঁদাবাজের হিংস্রতার থাকবে না আর ভয়
রক্তে লেখা ইতিহাসে আসবে এবার জয়।