মোঃ মাহফুজুর রহমান, বিশেষ প্রতিনিধি খুলনা বিভাগ
বটিয়াঘাটা ফুলবাড়ি আলিম মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল ও বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার জাড়িয়াভবনা গ্রামের বাসিন্দা আলহাজ্ব হযরত মাওলানা বোরহান উদ্দিন সাহেব আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তিনি ১৬ জুলাই ২০২৫, মঙ্গলবার রাত ১টা ৫০ মিনিটে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর।
মরহুম আলহাজ্ব হযরত মাওলানা বোরহান উদ্দিন একজন সুপ্রতিষ্ঠিত আলেম ও শিক্ষাবিদ ছিলেন। তিনি ফুলবাড়ি আলিম মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালনকালে সততা, দক্ষতা ও মানবিক গুণাবলীর মাধ্যমে শিক্ষক সমাজ এবং শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেন।
মরহুমের জানাজার নামাজ ১৬ জুলাই সকাল ১১টায় তাঁর নিজ গ্রাম জাড়িয়াভবনার জাড়িয়াভবনা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আলেম সমাজ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
তাঁর ইন্তেকালে স্থানীয় জনগণ, প্রাক্তন শিক্ষার্থীরা ও শিক্ষা মহলে শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবার সকলের কাছে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন।