গোয়াইনঘাট প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার কামরুজ্জামান সেলিম সিলেট বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট জেলা ইউনিটের নেতৃবৃনদের সাথে এক মত বিনিময় সভায় মিলিত হন। বুধবার বিকেলে সিলেট বারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের নব নির্বাচিত আহবায়ক সিনিয়র আইনজীবী শাহ আশরাফুল ইসলাম, সদস্য সচিব এডভোকেট ওবায়দুর রহমান ফাহমি। এসময় সিলেট ইউনিটের নেতৃবৃন্দ ব্যারিষ্টার সেলিমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, এডভোকেট নূর আহমদ, এডভোকেট মোবারক হোসেন, এডভোকেট দিলওয়ার, এডভোকেট হেনা বেগম, এডভোকেট কামরুল ও এডভোকেট জাহাঙ্গীর।