মোঃ জুয়েল খাঁন, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান
খুলনা হাইওয়ে পুলিশ রিজিয়ন খুলনার সন্মেলন কক্ষে হাইওয়ে পুলিশের রিজিয়নের অফিসার ইনচার্জ, এসআই ও সার্জেন্টদের সাথে মতবিনিময় সভা ও হাইওয়ে ট্রাফিক ব্যবস্থাপনা সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইমতিয়াজ আহমেদ, বিপিএম, পিপিএম, ডিআইজি (প্রশাসন) হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার, ঢাকা মহোদয়।
উক্ত মতবিনিময় সভার সভাপতিত্ব করে জনাব মোহাম্মদ জাকারিয়া, পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), হাইওয়ে পুলিশ, খুলনা রিজিয়ন, খুলনা।
সভায় আরও উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার, জনাব মোহাম্মদ নাসিম খান, (পিপিএম) হাইওয়ে সার্কেল, যশোর এবং অত্র ইউনিটের আওতাধীন সকল থানা/ফাঁড়ি/ক্যাম্পের অফিসার ইনচার্জ, এসআই ও সার্জেন্টবৃন্দ। উক্ত সভায় প্রধান অতিথি মহোদয় উপস্থিত পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন।
এসময় মরহুম পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জুবাইর পিপিএম সাবেক অফিসার ইনচার্জ, কাটাখালী হাইওয়ে থানা, খুলনা রিজিয়ন খুলনা এর অকাল মৃত্যুতে হাইওয়ে পুলিশ খুলনা রিজিয়ন খুলনার সকল সদস্য বৃন্দের পক্ষে গভীর সমবেদনা ও শ্রদ্ধা জানানো হয়। হাইওয়ে পুলিশের পক্ষ হতে তার স্ত্রী সন্তানের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।
এছাড়াও নিয়মিত প্রসিকিউশন, মুলতবি প্রসিকিউশন, সড়ক দুর্ঘটনা হ্রাস, মাদক উদ্ধার, চোরাচালান, অবৈধ অস্ত্র উদ্ধার, অবৈধ পলিথিন উদ্ধার, মহাসড়কের শৃংখলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, দ্রুত মুলতবি মামলা নিষ্পত্তি সহ জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্তে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।