কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
মা, ওগো মা, তোমার নেইকো তুলনা
সত্তুর বছরের সন্তান তবু মায়া কমে না,
পঁচানব্বই বছর বয়স তোমার,
আল্লাহ রেখেছেন বাঁচি ,
আবেগ মায়ায় সন্তান তোমার
আজও আছে কচি !
বলেছে আল্লাহ বানী, “পবিত্র কুরআন ”
জীবন দিয়ে বাঁচাও তোমার গর্ভধারিনীর সম্মান,
করেছেন আল্লাহ নবী, মায়ের স্হান নির্ধারণ
প্রথম, দ্বিতীয়, তৃতীয়! চতুর্থ শুধু বাবার স্হান !
মা স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ,
রাজার রাজমহল থেকেও উৎকৃষ্ট !
“যা পেয়েছি, যা হয়েছি, সবই মায়ের অবদান”
বলেছেন, বিশ্বখ্যাত ‘আব্রাহাম লিংকন’!
“আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা মা, আমার জান “, বলেছেন, বিশ্বখ্যাত ‘জর্জ ওয়াশিংটন ‘!
“মা তার শেষ রক্ত বিন্দু দিয়ে বাচায় তার সন্তান ”
বলেছেন, খ্যাতিমান ‘জন হেরি সান।’
অসুস্থ হলে সন্তান, মায় শিয়রে জাগি
মান্নত মানে, ‘পীর খান জাহানে’ সন্তানের জীবন মাগি,
“আমার জীবন নিয়ে যাও ওগো দো-জাহানের প্রভু
ফিরিয়ে রেখো আমার সন্তান, ওকে নিও না কভু “!
সেই মায়েরে ধোঁকা দিয়ে কেড়ে নেই জমি, টাকা
শেষ জীবনে মায়ের হাত একদম শূন্য ফাঁকা,
সেই মায়েরে করি অবহেলা, করি কেউ নির্যাতন
নরকেও তোর ঠাঁই হবে না মনে রাখিস নরাধম!
মা’য়ের পেটে ও জন্ম নেয়, কিছু কিছু কুলাঙ্গার,
জীবনটাকে করে তোলে সারা জীবন অঙ্গার!
পাওনা টাকা দিতে না হয়, বিনা চিকিৎসায় মারে
চোখের বাইরে তাড়াতে তাকে শোয়ায় দূরের গোরে!
বৃদ্ধাশ্রম হয়েছে খোলা বৃদ্ধ বৃদ্ধাদের লাগি
সেই আশ্রমে ফেলে আসে সন্তানে, মা-বাবাকে ত্যাগী!
মায়ের ভালবাসা পবিত্র, নিঃস্বার্থ, স্বর্গীয়, স্বতস্ফুর্ত
মা তুমি বেহেশতে, ফেরেশতার প্রতিমূর্তি,
কিছু নাহি চাই, তব পদতলে ঠাঁই চাই
তোমার দোয়া পেলে সন্তান স্বর্গে পাবে ঠাঁই!