মো. রিমেল, কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে:
মঙ্গলবার সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পর্দা নামে “বাংলা সপ্তাহ ১৪৩২” এর।কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী সংগঠন ভাষা-সাহিত্য পরিষদ সার্বিক ভাবে কাজ করে বাংলা সপ্তাহ আয়োজনে।বিভাগের শিক্ষক-শিক্ষার্থী সবাই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করেন বাংলা সপ্তাহ বাস্তবায়নে।নানা ধরনের আয়োজনের ছিল এই সপ্তাহ ঘিরে।শিক্ষকদের জন্য হাড় ভাঙ্গা,কর্মচারীদের জন্য বউ এর কপালে টিপ পড়ানো এবং শিক্ষার্থীদের জন্য ছিল বির্তক,নজরুল সঙ্গীত,উপস্থিত বক্তৃতা সহ নানা আয়োজন।
এই আয়োজনে শিক্ষার্থীদের কিছু ফলাফল নিন্মরুপ: বাংলা উৎসব: সাংস্কৃতিক প্রতিযোগিতা
একক নাচ:
প্রথম স্থান – সায়মা কাদের
দ্বিতীয় স্থান – নাইম মিয়া
তৃতীয় স্থান – মো: সজল ইসলাম, প্রিয়ন্তী রাণী সাহা
উপস্থিত বক্তৃতা:
প্রথম স্থান – মো: মাহিনুর
দ্বিতীয় স্থান – মো. রিমেল
তৃতীয় স্থান – মো: আতিক হাসান অন্তর
ধর্মীয় সংগীত:
প্রথম স্থান – অমি দেব
দ্বিতীয় স্থান – মো: রাকিবুল ইসলাম
তৃতীয় স্থান – সুমাইয়া আক্তার রুমি
কবিতা আবৃতি:
প্রথম স্থান – অর্পিতা রায় চৌধুরী, উপমা রাণী বৃষ্টি (যৌথভাব)
দ্বিতীয় স্থান – মুনজির বিন আসাদ
তৃতীয় স্থান – নাদিয়া আফরোজ
রবীন্দ্র সংগীত:
প্রথম স্থান – মুতাসিম বিল্লাহ্
দ্বিতীয় স্থান – মো সুমন আকন্দ
তৃতীয় স্থান – সুমাইয়া জান্নাত, উপমা রাণী বৃষ্টি (যৌথভাবে)
নজরুল সংগীত:
প্রথম স্থান – সুমাইয়া জান্নাত
দ্বিতীয় স্থান – মতিউর রহমান ফরহাদ
তৃতীয় স্থান – অমি দেব
সৃজনশীল রচনা:
প্রথম স্থান – মো. রিমেল
দ্বিতীয় স্থান – জান্নাতুল ফেরদৌস নাজিফা, তামিম মিয়া (যৌথভাবে)
তৃতীয় স্থান – আহনাফ তাহমিদ
আধুনিক গান:
প্রথম স্থান – আফসানা তাহসিন মুক্তা
দ্বিতীয় স্থান – মুতাসিম বিল্লাহ
তৃতীয় স্থান – মো সুমন আকন্দ
অভিনয়:
প্রথম স্থান – উম্মে ইয়াফি অনি
দ্বিতীয় স্থান – আব্দুল্লাহ রহমান
তৃতীয় স্থান – আবু নাঈম
লোকসংগীত ও দেশাত্মবোধক:
প্রথম স্থান – আকাশ মিয়া
দ্বিতীয় স্থান – সুমাইয়া জান্নাত
তৃতীয় স্থান – মো: রাকিবুল ইসলাম
তাছাড়া ও গলগত ইভেন্টে ফুটবলে ও বির্তকে রানার আপ হয় ১৬ তম ব্যাচ এবং চ্যাম্পিয়ন হয় ১৭ তম ব্যাচ।তবে সবচেয়ে আকর্ষনীয় ইভেন্ট ছিল ছেলেদের বস্তা দৌড়,মেয়েদে্র মার্বেল খেলা এবং হাড়ি ভাঙ্গা প্রতিযোগিতা।সাংস্কৃতিক প্রতিযোগিতায় সবচেয়ে বেশি আগ্রহের কেন্দ্রে ছিল সৃজনশীল রচনা প্রতিযোগিতা।
মঙ্গলবার ছিল বাংলা সপ্তাহের শেষ দিন।এই দিনে ছিল চমৎকার সব আয়োজন।দিনের শুরুতে ছিল প্রবীণ বিদায় ও নবীন বরণ।উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং কলা ও মানবিক অনুষদের ডিন এবং বিভাগীয় প্রধান সহ অন্যান্য শিক্ষক বৃন্দ।ভিসি এবং কলা ও মানবিক অনুষদের ডিন অনেক দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সবার উদ্দ্যেশে।প্রবীণরা প্রত্যেকে তাদের বিদায় অনুভূতি ব্যক্ত করেন।সবার অনুভূতির সারসংক্ষেপ করলে কিছু কথা উঠে আসে এমন:এ বিদায় বিদায় নয়।বাস্তব জগত ও কর্ম জগতে প্রবেশ করার একটি সূচনা মাত্র।তারা নবীনদের সফলতা এবং বিভাগের প্রতি দায়িত্ববান হওয়ার জন্য পরামর্শ দেন।
প্রবীণদের স্ক্রেচ প্রদানের মাধ্যমে বিদায় দেওয়া হয়।নবীনদের ফুল দিয়ে বরণ করা হয়।নবীনরা ও বেশ উচ্ছ্বসিত ছিল।তার পরবর্তীতে ছিল দুপুরের খাবারের আয়োজন।দুপুরের খাবার শেষে বিভিন্ন ইভেন্টে জয়ী ব্যক্তিদের পুরষ্কার বিতরণ করেন বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষকগণ।সন্ধ্যায় ছিল মনোরম সাংস্কৃতিক পরিবেশনা।শুরুর দিকে বৃষ্টি আসলে ও বিভাগের সবার কঠোর পরিশ্রম ও আগ্রহের কারণে বৃষ্টি শেষ হলেই শুরু হয় সাংস্কৃতিক সন্ধ্যা।বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সন্ধ্যায় শুরু হয় অনুষ্ঠান।মুক্ত মঞ্চের প্রতিটি কোণা ছিল লোকে লোকারণ্য।নাচ,গান,রম্য বির্তক,অভিনয় সহ নানা পরিবেশনা সবার মন কারে।বিশেষ করে দ্রোপদী অংশটি ছিল সবার আগ্রহের কেন্দ্রে।৬৫ জনের অধিক পার্ফমার কাজ করে এই সাংস্কৃতিক সন্ধ্যায়।দর্শক সারির সবাই অনেক প্রসংশা করেন।পরে বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট সবাই বক্তব্য রাখেন এবং বাংলা সপ্তাহের সমাপ্তি ঘোষণা করেন।
তবে সপ্তাহ শুরুর দিন ও ছিল অনেক চমক।সবাইকে টি-শার্ট বিতরণ করা হয় বিভাগ থেকে।মিছিল বের করা হয় বাংলা সপ্তাহের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভাগ থেকে শুরু হয়ে গোলচত্তরে এসে শেষ হয় মিছিলটি।মিছিলে শিক্ষার্থী ও শিক্ষক সহ সংশ্লিষ্ট সবাই অংশ নেন।তারপরে কেক কেটে এই সপ্তাহের উদ্বোধন করা হয়।ছিল রং খেলা।ঢোলের বাজনার আনন্দে সবাই উৎসবে মেত উঠে।সবাই একসাথে নেচে,গেয়ে আনন্দ করে দিন ভর।
তাছাড়া ও দ্বিতীয় দিনে ছিল অন্যরকম আয়োজন।মৌসুমি ফলাহার পর্ব।এই পর্বে সবাই আম,কাঠাল সহ মৌসুমে পাওয়া নানা জাতের ফল খাওয়ার আনন্দ উপভোগ করে শিক্ষক ও শিক্ষক ও শিক্ষার্থীরা।এমন আয়োজন আসলে ব্যতিক্রম ছিল।সবাই একসাথে ফল খাওয়া ও স্বাদ নেওয়ার মজাই অন্যরকম অনুভূতি ছিল।
বরাবরের মতোই বাংলা বিভাগ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিজেদের অবস্হানন ও স্বকীয়তা বজায় রাখবে এটাই বিভাগ ও সবার প্রত্যাশা।