রফিকুল ইসলাম টিটু, ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা সম্মিলিত ওলামা পরিষদের নেতৃত্বে ও বাদশাগঞ্জ বাজারের সর্বস্তরের জনতার ব্যাপক অংশগ্রহণে কুরআন শরীফ অবমাননার তীব্র নিন্দা ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত ১২ জুলাই রাত সাড়ে নয়টায় চন্দ্রপুর বাজারে সংগঠিত জঘন্য ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার সকাল সাড়ে ১১ টার সময় মিছিল বের হয়। মিছিলটি বাদশাগঞ্জ কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে যাত্রা শুরু করে। অংশগ্রহণকারীরা বাদশা গঞ্জ বাজার ও বাদশা গঞ্জ পূর্ব বাজার ব্রিজ প্রদক্ষিণ শেষে আসফিয়া মার্কেটে এসে সম্মিলিত হয় মাওলানা আনোয়ার হোসেন সঞ্চালনায় ও জনাব আমিনুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তারা কুরআনের পবিত্রতা রক্ষায় কঠোর অবস্থানের কথা পূন্য ব্যক্ত করেন। সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা মোল্লা মাহমুদুল, মাওলানা আতিকুর রহমান, মাওলানা রহিস উদ্দিন, ও মাওলানা ফয়সাল আমিন জিহাদী। তারা ঘটনাটিকে ইসলাম ও মুসলিম উম্মার প্রতি চরম আঘাতে আখ্যায়িত করে উল্লেখ করেন মসজিদ থেকে কোরআন শরীফ চুরি করে চন্দ্রপুর বাজার সংলগ্ন হাবিবুর রহমানের মাছের আরত ও ফিশারিতে নিয়ে গিয়ে জুতা দিয়ে আঘাত করার মত জঘন্য কাজ সংঘটিত হয়েছে বক্তারা এই ধর্মীয় বিদ্বেষপূর্ণ অপরাধের সাথে জড়িত সকল আসামীর দ্রুত গ্রেপ্তার ও আইনের কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য। সরকারের প্রতি জোরালো দাবি জানান উল্লেখ্য গত ১২ জুলাই রাতের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার মুসল্লী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র খুব উত্তেজনা বিরাজ করেছিল। ইতিমধ্যে ১৪ জুলাই বারহাট্টা থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়েছে। বিক্ষোভ কারিরা আশা প্রকাশ করেন যে, দ্রুততম সময়ের মধ্যে দোষীদের বিচারের আওতায় আনা হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।