সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার:
“তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে” ও “মুক্তিযুদ্ধের অপর নাম জিয়াউর রহমান” ধানের শীষ, ধানের শীষ ইত্যাদি শ্লোগান ঝপে বিশাল গণ জমায়েতের মধ্যে দিয়ে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ৪টি ইউনিয়নে দলীয় নেতাকর্মীরা জনসভায় এসে মিলিত হয়, রাষ্ট্রকাঠামো মেরামত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসভা অনুষ্টিত হয়। বৃহস্পতিবার (১৭ জুন) বিকেলে উপজেলা সদরে মধ্যনগর বিএনপির উদ্যোগে উক্ত জনসভা অনুষ্ঠিত হয়। জননেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে দলীয় প্রচারপত্র ও লিফলেট বিতরন করেন জননেতা আনিসুল হক।
জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক আবে হায়াত।
উপজেলা আহবায়ক কমিটির ১ম যুগ্ন আহবায়ক আব্দুল কাইয়ুম মজনুর সঞ্চালনায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের ধানের শীর্ষের বিএনপির মনোনয়ন প্রত্যাশী তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান, তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ), সুনামগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক ও সুনামগঞ্জ জেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য, জননেতা আনিসুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মধ্যনগর উপজেলার আহবায়ক কমিটির ২য় যুগ্ন আহবায়ক আবুল বাশার, ৩য় যুগ্ন আহবায়ক মো: মোশাহিদ তালুকদার, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক মো: বাদল মিয়া, ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ২য় যুগ্ন আহবায়ক এসএম রহমত, মধ্যনগর আহবায়ক কমিটির সদস্য আব্দুল হোসেন, সৈয়দ হোসেন, কামাল হোসেন, বিপ্লব সরকার, আবু হেনা, জামাল হোসেন, সেনোয়ার হোসেন,
উপজেলা কৃষক দলের
উপজেলা যুবদলের, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রুকন উদ্দিন,
শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিনু, যুগ্ন আহবায়ক শেখ ফরিদ সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক বলেন, হাওরকে বাঁদ দিয়ে উন্নয়ন করা সম্ভব নয়, তাই হাওরকে রক্ষা করতে হবে, কৃষককে রক্ষা করতে হবে, কৃ্ষক বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে মানুষ বাঁচবে। তিনি আরও বলেন, সন্ত্রাস চাঁদবাজ, লুটতরাজের হাতে থেকে এদেশকে রক্ষা করতে হবে। সম্প্রীতি গোপালগঞ্জ ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপবাদের তীব্র নিন্দা জানান। আসুন সবাই মিলে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ ভাবে কাজ করি।