শামসুন্নাহার সুমা, চাঁপাইনবাবগঞ্জ
দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দেশের স্বার্থে,সাধারণ জনগনের স্বার্থে সকল দলকে উত্তেজিত না হয়ে ঐক্যবদ্ধ হতে হবে যাতে ফ্যাসিবাদের আবার পুনরাবৃত্তি না হয়।সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও জোরদার করতে হবে। প্রতিটি জেলা,উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীকে সবসময় সোচ্চার থাকতে হবে। গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনী আরও বৃদ্ধি করতে হবে এবং শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর উপর সম্পূর্ণ ভরসা না করে প্রত্যেককে প্রয়োজনে নিজেকে প্রতিরোধ গড়ার ব্যবস্হা করতে হবে। দেশ শুধু সরকারের একার নয়,দেশ আমাদের সকলের তাই দেশের শান্তি রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য বলে আমি মনে করি। আপনাদের মতামত কি কমেন্টে জানাবেন?হাসনাতকে দেখে আমাদের সাহস বাড়ানো উচিত। সে বর্তমানে যে দল গঠন করুক না কেন তাদের মতো সাহসী ছেলেদের জন্য এখন সকল দলের নেতারা বিড়ালের জায়গায় বাঘ হয়ে কথা বলছে অথচ ষোলো টা বছর কেউ স্বস্তির নিশ্বাস ফেলতে পারেনি।নির্ভয়ে একটা রাতও ঘুমাতে পারেনি।ফেসবুকে নিজের মনের কথাও ব্যক্ত করতে পারেনি,পোস্ট, কমেন্ট করতে পারে নি।যে যত বড় দলই হোক না কেন সে সময়ে এসব ছেলে-মেয়েদের অবদানের কথা ভুলে গেলে চলবেনা।প্রতিহিংসা পরায়ন হয়ে একে অন্যের বিরুদ্ধে সমালোচনা না করে আবার সকলে একত্রিত হয়ে সকল প্রকার অপরাধী এবং ফ্যাসিবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত।