মন খারাপের দিনে
মনটা যখন ভীষণ খারাপ হবে,
আপনার সব দুঃখ ভুলে তবে।
পরের সুখে নিজেকে দিবে বিলে,
মনটা তোমার অনুভূতির ফিলে।
নিজের স্বার্থ দেখবে ছোট করে,
পরের স্বার্থ দেখি যে বড়ো দরে।
হিরে মানিক মুক্তো দানার দাম,
পরের স্বার্থ তারও চেয়ে নাম।
মন খারাপের দিনে বসে তুমি,
ভাবছো বুঝি একলা বসে ঘরে।
জীবন সংগ্রামে সুখী হয় কিসে?
পরের স্বার্থ জীবন যে জন দিছে।
হুতোম প্যাঁচা
গভীর রাতে গাছের ডালে
ডাকে হুতোম প্যাঁচা।
খোকা খুকু ভয়ে ভয়ে,
মা'কে জড়িয়ে ধরে ঘ্যাচা।
হুতোম হুতোম ডাকে প্যাচা,
মগ ডালে বসে বসে।
মা বলে কইরে তোরা?
হুতোমকে দে না ঝসে।
মায়ের কথা শুনে হুতোম,
ভয়ে হয় জড়সড়।
ঢাল তলোয়ারে আসলো
ছুটে হুতোমকো ধর ধর.
শূন্য আকাশ
শূন্য আকাশ বিস্তৃত পথ,
নেই কোন বাধা তাতে।
মনের গহিনে সুপ্ত সুখগুলো,
দেখে যায় স্বপ্ন যাতে।
শূন্য আকাশ বিস্তৃত পথ,
চলতে থাকে শুধু সম্মুখে।
পথ চলতে যত বাঁধা আসুক,
সব কিছু দিবো তাহা রুখে।
শূন্য আকাশ বিস্তৃত পথ,
ডানা মেলে উড়ে চলা।
মনের গহিনে সুপ্ত প্রতিভা,
যা ইচ্ছে হয় কথা বলা।