মিজানুর রহমান, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) থেকে
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের মুগুরের আঘাতে নামাজরত অবস্থায় ছোট ভাইকে খুন করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত বুধবার (১৬ ই জুলাই) রাত প্রায় সাড়ে ৮ টার দিকে উপজেলার পূর্ব চরগাওঁ জামে মসজিদে নামাজ পড়া অবস্থায় বড় ভাই মোঃ ফজলুর রহমান মসজিদে ঢুকে নামাজ রত অবস্থায় ছোট ভাই মুজিবুর রহমান কে মাথায় মুগুর দ্বারা এলোপাতারি আঘাত করে চলে যায়।
এ সময় মসজিদে নামাজরত মুসল্লীরা গুরুতর আহত অবস্থায় মুজিবুর রহমানকে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার মুজিবুরের অবস্থা গুরুতর হওয়ায় সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার অবস্থা গুরুতর দেখে তাকে সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করেন। আহত মুজিবুর রহমান হাসপাতালে পৌঁছার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত সহোদর দুই ভাইদের মধ্যে পৈত্রিক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে প্রায়ই ঝগড়াঝাটি হয়ে আসছিল।
এদিন এশার নামাজ রত অবস্থায় বড় ভাই ফজলুর রহমান হাতে মুগুর নিয়ে এলোপাতাড়ি ভাবে ছোট ভাই মুজিবুর রহমান কে আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়।
বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মোখলেসুর রহমান উক্ত ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক ফজলুর রহমান কে আটক করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা প্রক্রিয়াদিন রয়েছে।