নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ওমরপুর গ্রামের গ্রামীন রাস্তা স্বেচ্ছা শ্রমে মেরামত করা হয়েছে।
বৃহস্পতিবার ১৭ জুলাই সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলে রাস্তা মেরামত কাজ।
জানা যায়, সুনামগঞ্জ তাহিরপুর রোডের একশ মিটার নামক স্থান হইতে ওমরপুর গ্রামমুখী রাস্তায় প্রায় এক হাজার ফুট রাস্তা মেরামত করে চলার উপযোগী করা হয়েছে।
সেচ্ছাসেবী হিসেবে অংশগ্রহণ করেন ওমরপুর গ্রামের যুব ও ছাত্র সমাজ এছাড়াও এফআইভিডিবি উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্পের রেজিলিয়েন্স ভলান্টিয়ার আল আমিন, হাফিজুল,আব্দুল মান্নান, মাসুক মিয়া অংশগ্রহণ করেন।
স্বেচ্ছাসেবীরা জানান,একশ মিটার হইতে ওমরপুর গ্রামমুখী রাস্তাটি দীর্ঘদিন থেকে কাঁচা অবস্থায় রয়েছে। বর্ষা মৌসুম কিংবা বৃষ্টি হলেই কাঁদা হয়ে যায়। মানুষের দুর্ভোগ যেন লেগেই থাকে। বিশ্বম্ভরেুর উপজেলা নির্বাহী অফিসারের সুদৃষ্টি কামনা করেন বলেন অবহেলিত রাস্তাটি ইট সলিং করে অত্র এলাকার মানুষের কষ্ট লাগবে বিহিত ব্যবস্থা গ্রহন করবেন।