নতুন প্রজন্ম
শিক্ষা নামের মোমবাতি
জীবনে জ্বালাবে আলো,
ও নতুন প্রজন্ম কর কাজ ভালো
তোমাদের প্রতি অনেক প্রত্যাশা
তোমরা নতুন করে সবাই আশা,
লক্ষ্য জয় কর মানব সেবা ধর্ম
উন্নতির পথে দৃঢ় কন্ঠে
ঋজু বাক্যে নাঁচে নব ছন্দে।
দুঃখ মোচনে সবাই লড়বো,
সবর্দা মানো গুরু বাক্য রীতি
ঐক্যের বাঁধনে চলুক নীতি
বর্ষা এলো
বর্ষা এলো হৃদয়ে জাগায় খুশি
আবেগে ভাসে মন রংধনু আকাশে
বর্ষা খুব প্রিয় বজ্রের শব্দ সৃষ্টি,
এই বুঝি নেমে আসে বৃষ্টি।
কখনো দোলা দেয় প্রেম ছন্দ,
বাতাসে কদম ফুলের গন্ধ
কখনো দেখছি মায়াময় আলোর ঝলকানি
বৃষ্টির শব্দ রুমঝুম মল খানি।