আরাধন কুমার মন্ডল
আমি হলাম মানুষের জ্ঞানের তরবারি।
প্রত্যেকের এই জিনিসটি প্রতি দরকারি।।
আমি হলাম শিক্ষার চাবিকাঠি।
আমার বিনা শিক্ষা একেবারে মাটি।।
আমার বিনা জ্ঞানের প্রদীপ একেবারে অচল।
শিক্ষার্থীদের হাতে থাকি মোরা একদল।।
মানুষের মনের ভাব আমি করি প্রকাশ।
ব্যবসায়িরা আমার দ্বারা করে হিসাব -নিকাশ।।
মানুষের জ্ঞানের আলোর আমি দেই সন্ধান।
সভ্যজগতে শিক্ষিত পরিবেশ আমার অবদান।।
আমা হতে কত মানুষ করে টাকা করে টাকা আয়।
আবার আমার দ্বারা কত মানুষ জীবিকা চালায়।।
বড়বাবু আমা হতে করে টাকা চুরি।
অসহায় আমি তখন কি করিতে পারি।।
ফ্যাক্টরিতে জন্ম আমার দিতেছে পরিচয়।
নামটি মোর কলম জানিও নিশ্চয়।।