কলমেঃ পূর্ণিমা নকরেক
বাসের চাপায় আমি যেন মরিচীকা দেখি
নিজেই চাকা হয়ে ঘুরি যেদিন থেকে,
সেদিন থেকেই রক্ত ঝরছে মৃত্যুর
উৎকট গন্ধ পাচ্ছি আমি।
বাজে সাতটা, কাঁদে জাতটা,
শুনছি নিজের আত্মার কান্না
সিগনাল থামিয়ে দেয়
বার বার পথিকের পা।
উলঙ্গ পাগলা বাবা তো থামে নাহ
তার হাঁটা পথটিতে কোথাও নেই যে
শালবৃক্ষের ঝরা পাতা,
অনাশ্রয়ী নাগরিক এই আমি।
চেয়ে দেখি
পথের ধারে তার ঘুমিয়ে থাকা
প্রাণ আছে কি তার, নাকি জানা নেই
প্রাণ- প্রাণহীনতার ব্যবধান...?