কলমেঃ শামীমা খালিদ শাম্মী
নিজের কাছেই নিজেই প্রশ্ন করি
আমি কি আসলেই একা?
এই শূন্যতার মায়ায় আমি কি বাঁধা?
একাকিত্ব কখনো কি শেষ হবে না?
হৃদয় গহীন থেকে কোন উত্তর আসেনা।
কত স্মৃতি হৃদয় ভীড় করে
কত অভিমান অভিযোগ গল্প বুনে,
নিদ্রাহীন রাত কাটে অসহায়ত্ব ঘোরে
ভোর আসে বিষন্নতা নিয়ে,
চোখের কোণায় অশ্র জমায়
শুধু ঘিরে থাকে একরাশ শূন্যতা
এক বোধহীন মৃত্যুর মতো শীতলতা।
আমার শূন্যতায় কি আসে যায়?
আমার না থাকায় শোকের আবহ নেই
কে শুনে আমার অভিমানের গল্প
কে খুঁজে অভিমানের কারণ?
সবকিছুই নিস্প্রভ, নির্বাক, অর্থহীন
তবুও প্রশ্নরা মস্তিষ্কের নিউরনে করে ভীড়
একাকিত্বের গল্পের চিত্রপট শূন্যতায় বিলীন।