সবাইকে কাঁদিয়ে পার্থিব মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমালেন ডুমুরিয়ার মাগুরখালী ইউনিয়নের চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা(৬৫)। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১০.১৫ মিনিটে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে ১ ছেলে, ১ মেয়ে, স্ত্রী, আত্মীয় স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, কিডনী জটিলতায় দীর্ঘদিন চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা অসুস্থতায় ভুগছিলেন। গত সপ্তাহ খানেক আগে হঠাৎ প্রচন্ড গ্যাসট্রিকের চাপ দিলে তাকে খুলনা সিটি মেডিকেলে ভর্তি করা হয়। তিনি মাগুরখালী ইউনিয়নের চার বারের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। সে পুর্বপাতিবুনিয়া গ্রামের সুরেশ সানার ছেলে। ডাউন মাগুরখালীকে টাউনে পরিণত করেতে তার অবদান ছিল অপরিহার্য যেমন নিজের জমি দান করে নিজ গ্রামে স্কুল, মন্দির, টিউবয়েল স্থাপন সহ নানামুখী উন্নয়ন মূলক কাজ সম্পাদন করেছেন, এছাড়াও ৪বার বৃহত্তর কাত্তায়নী পূজা ও বৃহৎ পরিসরে যোঙ্গনুষ্ঠান করে ডুমুরিয়া ও মাগুরখালীকে বাংলাদেশে সহ ভারতবর্ষে ও পরিচিতি এনে দিয়েছেন। এককথায় তার নেতৃত্বে মাগুরখালীর ব্যপক উন্নয়ন ঘটেছে। তার এই অকাল মৃত্যুতে বর্তমানে তার মৃত্যুতে পূর্ব পাতিবুনিয়া তারুণ্য টেন সহ মাগুরখালীর বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে।