রফিকুল ইসলাম টিটু, ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর এলাকা থেকে মধ্যনগর এর পথে আসার সময় ট্রলার ডুবে শামসুন্নাহার বেগম ৭০ নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ১৮ জুলাই ২০২৫ সকাল বেলা মধ্যনগর উপজেলার পিঁপড়া কান্দা এলাকার ব্রিজের নিচ যাওয়ার সময় শালদীঘ হাওরের প্রবল স্রোতে উল্টে যায়। নিহত শামসুন্নাহার বেগম নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বোরকা ফোন ইউনিয়নের দুর্লভপুর গ্রামের বাসিন্দা ও মৃত আজিজ মিয়ার স্ত্রী। প্রত্যক্ষদর্শীয় স্থানীয় সূত্রে জানা যায় ট্রলারটিতে প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিল। সবার মধ্যে নগরে যাচ্ছিলেন। হঠাৎ স্রোতের কবলে পড়ে ট্রলার টি উল্টে যায়। বাকি যাত্রীরা সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হয়। কিন্তু দুঃখের বিষয় শামসুন্নাহার বেগম উনি আর তীরে উঠতে পারেন নাই। করে স্থানীয়দের সহযোগিতায় শামসুন্নাহারের মরদেহ উদ্ধার করা হয়। এলাকাবাসীর সূত্রে জানা যায় আরো চার থেকে পাঁচজন নিখোজ আছে। উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে। মদ্দিনগর থানার অফিসার ইনচার্জ উনার সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রতিনিধি