কলমেঃ আফসানা আক্তার
কবে ছুটি এই হাপিত্যেশ থেকে?
দিন গোনে জানালার ধারে বসা বিকেল,
চিঠি লেখে বাতাস-
প্রাপকের নাম নেই,ঠিকানাও ভুল।
ঘড়ির কাঁটা মুখ ফিরিয়ে থাকে,
স্মৃতির পাতায় জমে পুরোনো ধুলো।
মন চায় ছুটি,একবারে নিঃশ্বাসে-
না ফেরার দেশে নয়,
শুধু একটু নিঃস্তব্ধতায়।
চোখে ঘুম নেই,
ঘুমের কোনো ইচ্ছেও নেই,
স্বপ্নগুলো ক্লান্ত,
জীবনের চাকায় পিষ্ট।
তবু হঠাৎ প্রশ্ন মাথা তোলে-
এই ছুটিই কি তবে জীবন?
নাকি জীবনই এক দীর্ঘ ছুটি?
কি খোঁজে এই জীবন?
চোখ মেলে রোজ দেখে অচেনা দিন?
আকাশে মেঘ,মনেও ছায়া।
সারা পথ ভাঙা পায়ে হেঁটে,
শেষে দাঁড়ায় ক্লান্ত সন্ধ্যায়-
হাত বাড়ায়,তবু ধরতে নাহি পায়।
কি খোঁজে এই জীবন?
নাকি নিজেই জানে না উত্তর?
হয়তো শুধু খোঁজে-
এক দীর্ঘ ছুটি,
ঠিক ততদিন-
যতদিন না আবার,
ব্যথারা বাঁধন খোলে কুটিকুটি।