কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
(একটু VULGAR)
আমি চল্লিশোর্ধ্ব নারী, আঁচলে যত ঢাকি মোর উর
তুমি কামনায় বিগলিত নর, তোমার আঁখি যায়না কভু দূর!
আমি ষোড়শীর মত টানি না আঁচল বারে বার —
কথা বলো মোর সাথে, লোচন সেথা তীক্ষ্ণ দৃষ্টিধার!
শাড়ীতে আমার অনাবৃত নাভী, চোখ তোমার মাপে
নিন্মের গতিপথ!
ক্লান্তি শেষে নর চায় নারীর আহ্বান, হায়েনা নর, অপ্সরা ভেবে নেয় না শপথ!
আজ আমি বয়ঃসন্ধি কালের পাহাড়ের উচ্ছসিত ঝর্ণা নই
চল্লিশ পেরোনো জীবনে, বুকের ভিতর চড়াই উতরাই অভিজ্ঞতার স্তুপ পাই !
ওষ্ঠ, স্তনের ভরাট গড়ন আকৃষ্ট তোমায় করে, সৌন্দর্য আরোপিত নয় সহজাত
চোখে চোখ রেখে আজ আমি শ্রেনী বদ্ধ করতে পারি ‘অজাত কমজাত!’
শাড়ীতে ঢাকা যা দেখছো, গাত্র নয়, অভিজ্ঞতা আত্মবিশ্বাস
কোমল অঙ্গের ভাঁজে খাঁজে, লুকানো সংবেদনশীল ত্যাগের নিঃশ্বাস!
আজ, এ-ই আমি, ষোড়শী নই, সহজেই অশাস্য নয় এ দেহ!
কামনার উর্ধ্বে নই, ভালোবাসা হীন দেহসার প্রনয়ে বাঁধতে পারবে না কেহ !
আমি আজ অসীমের আকাশ, দুপাড় ভাঙ্গা স্রোতস্বিনী নদী
অযুত-নিযুত ঢেউ গুনে পরিনত, নিখুত ভালোবেসে, কাছে এসো, বাঁধতে পারো যদি!