আমি কি আজ লিখতে পারি কিছু,
খাপ ছাড়া ভাব আসছে পিছু পিছু।
সূর্য উঠায় রঙিন প্রভাত আসে,
চোখের কোণে ঘুমগুলো সব নাশে।
হংসমিথুন জলকেলিতে নাচে,
সবুজ বন যে আলোর মায়া যাচে।
বকগুলো তাই নিরব ধ্যানে পূজে,
শান্ত নদীর জলভাঙা মাছ খুঁজে।
পদ্ম পাকে ডাহুক ছানা ডাকে,
কোন শিকারী ধরে নিলো মাকে।
নিশাচরে শিকার ধরে রাতে,
চুপি চুপি গর্তে লুকায় প্রাতে।
কুক কুরুক কুক মোরগ ডাকার সাথে,
পায়রাগুলোও বাকুম বাঁকে মাতে।
দস্যিপনায় মাতে ভোরের শিশু,
ফুল কুড়াতে যায় যে জুয়েল মিশু।
ফেসবুকের ঐ রাতের নেশাখোরে,
দিব্যি ঘুমায় ভোর হতে দুপুরে।
এমন অনেক অলস মানুষ পুষি,
উচিত কথা বললেই আমি দোষি।