কলমে: প্রভাষক জাহিদ হাসান
পৃথিবী এক রঙ্গমঞ্চ
সবাই স্বার্থপর,
আমি এক যাযাবর।
চারিদিকে ভালোবাসার অভিনয়
স্বার্থ শেষে সবাই পর,
আমি এক যাযাবর।
ঠিকানাহীন পথিক আমি
পথ আমার ঘর,
আমি এক যাযাবর।
অজানা পথে হাঁটছি আমি
এই প্রান্তর থেকে ওই প্রান্তর,
আমি এক যাযাবর।
বাস্তুহীন মানুষ আমি
কবরই আমার আসল ঘর,
আমি এক যাযাবর।
ঠিকানা: জগন্নাথপুর, সুনামগঞ্জ।
মোবাইল: 01715-187347