প্রেস বিজ্ঞপ্তি :
শনিবার সকাল ১০ঘটিকার সময় খুলনা আর্ট একাডেমির আইন উপদেষ্টা অ্যাডভোকেট বাবুল হাওলাদার খুলনা আর্ট একাডেমি পরিদর্শন করতে আসলে তার প্রতিকৃতি একে বাঁধাই করে তার হাতে তুলে দেন চিত্রশিল্পী মিলন বিশ্বাসখুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস বরিশাল থেকে ১৯৯৯সালে খুলনা এসে শিল্পচর্চা করেন।২০০৩সাল থেকে খুলনা আর্ট একাডেমি প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠান পরিচালনা করেন।হঠাৎ যখন মহামারি করোনা শুরু হয় তখন দিশেহারা হয়ে পড়েন মিলন বিশ্বাস।তখন তিনি মনে করেছিলেন হয়তো খুলনা আর্ট একাডেমি আর ধরে রাখতে পারবেননা। ২০২০ সালে মহামারীর ওই মুহূর্তে অনেক চিন্তায় পড়ে যান। যারা খুলনা আর্ট একাডেমির সদস্য এবং শুভাকাঙ্ক্ষী যাদের সহযোগিতা নিয়ে এই প্রতিষ্ঠান পরিচালনা করা শুরু করেছিলেন তাদের বাসায় খুলনা আর্ট একাডেমির নামটি কিভাবে পৌঁছে দেওয়া যায় তখন প্রত্যেকের ফেসবুক প্রোফাইল থেকে তার ছবিটি সংরক্ষণ করে ২৫০জন ব্যক্তির ছবি অংকন করেন তার প্রিয় ছাত্র শিবশঙ্কর মন্ডলকে নিয়ে। সেই ছবিগুলি আজও সবার হাতে তুলে দেওয়া সম্ভব হয়নি। কারণ অর্থনৈতিক অবস্থা ভালো না থাকার কারণে ইচ্ছা থাকলেও বাধাই করা সম্ভব হয়নি। খুলনা আর্ট একাডেমির আইন উপদেষ্টা খুলনার সামাজিক ব্যক্তিত্ব সমাজের বন্ধু অ্যাডভোকেট বাবুল হাওলাদার তার ছবিটি বাঁধাই করে তার হাতে আজ তুলে দিতে পেরে চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন এই ভালোলাগার বিষয়টা আমার কাছে অনেক বড় পাওয়া কারণ তিনি একজন আদর্শ দেশ প্রেমিক।তিনি খুলনার জন্য সংগ্রাম করে আসছেন তার স্থান থেকে সর্বোচ্চ দিয়ে। খুলনার উন্নয়ন অবকাঠামোকে সুন্দর করার জন্য দিনরাত পরিশ্রম করছেন নিঃস্বার্থভাবে। তাই খুলনা আর্ট একাডেমির আইন উপদেষ্টা অ্যাডভোকেট বাবুল হাওলাদারের সার্বিক মঙ্গল কামনা করছেন খুলনা আর্ট একাডেমির পরিবার।