নিজস্ব প্রতিবেদক:
খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস আজকালের আলো পরিবারের উপদেষ্টা মন্ডলী হিসেবে শুরু থেকে আজ পর্যন্ত কাঁধে কাঁধ মিলিয়ে আলো মিডিয়া গ্রুপের সকল কার্যক্রমে সহযোদ্ধা হিসেবে কাজ করছেন। তার একমাত্র ছেলে সৌহার্দ্য বিশ্বাস ২০২৫ সালে খুলনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয় থেকে জিপিএ 5 পেয়ে আমাদের সকলের সুনাম অর্জন করেছে ।আমরা অত্যন্ত আনন্দিত। আমরা ঢাকা থেকে মোবাইল ফোনের মাধ্যমে সৌহার্দ্য বাবুকে অভিনন্দন জানাই। আমি আহমেদ হোসাইন ছানু সৌহার্দ্য বিশ্বাস এর কাছে জানতে চাই ভবিষ্যতে তুমি কি হতে চাও। ভবিষ্যতে সৌহার্দ্য বিশ্বাস সকলের আশীর্বাদ এবং দোয়া নিয়ে ইঞ্জিনিয়ার হতে চায়। আপনারা সবাই সৌহার্দ্যকে দোয়া করবেন সে যেন তার পিতা-মাতার আদর্শে পড়াশোনার মাধ্যমে সুনাম অর্জন করতে পারে। তার বাবা একজন চিত্রশিল্পী তার চিন্তাধারা আমরা সবাই জানি। তিনি পড়াশোনার উপরে আত্মবিশ্বাসী নয় সন্তানকে আদর্শ শিক্ষার মাধ্যমে বড় করে তোলার জন্য সন্তানকে নানান ধরনের সামাজিক কর্মকান্ডের সঙ্গে ছোটবেলা থেকে সংযুক্ত রেখেছেন। যাতে অন্যের ব্যথায় নিজেও ব্যথিত হয় এবং গুরুজনদের সম্মান দেয় এমনভাবে বেড়ে উঠছেন সৌহার্দ্য বিশ্বাসের জীবন।আমি আহমেদ হোসাইন ছানু খুলনাতে গিয়ে বারবার তার সঙ্গে সময় কাটিয়েছি আমি আশাবাদী ভবিষ্যতে সে একজন ভালো মানুষ হবে এমন দোয়া করি আলো মিডিয়ার পরিবারের পক্ষ থেকে।
তারি সাথে তার পিতা-মাতা কেও অভিনন্দন জানাই সৌহার্দ্য বাবুর ভালো ফলাফল অর্জনের জন্য।
আলো মিডিয়া গ্রুপের সবার পক্ষ থেকে তার সার্বিক মঙ্গল কামনা করছি।