মোঃ পারভেজ খান, নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের জগন্নাথপুর বিদ্যুৎ সরবরাহ (পিডিবি) এর অফিস উপজেলা সদর হতে প্রায় ৮ কিলোমিটার দূরে স্থানান্তরের সিন্ধান্ত বাতিল ও সদরে বহাল রাখার দাবিতে বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
শনিবার বিকেল ৪টায় স্থানীয় ব্যবসায়ীগণ, বিদ্যুৎ গ্রাহকবৃন্দ ও সর্বসাধারনের আয়োজনে পৌর পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিশিষ্ট মুরব্বী আবুল লেইছ এর সভাপতিত্বে ও সংবাদকর্মী আব্দুল ওয়াহিদের পরিচালনায় বক্তব্য রাখেন ব্যবাসায়ী ফারুক আহমদ, আলী আকবর, হাবিবুর রহমান হাবিল, এনসিপি নেতা আলী হোসেন খাঁন, জগন্নাথপুর বাজার তদারক কমিটির জয়েন্ট সেক্রেটারী লিটন মিয়া, মামুনুর রশীদ মামুন, সংবাদকর্মী আমিনুর রহমান জিলু প্রমুখ।
বক্তাগণ জনগণের সুবিধার্থে বিদ্যুৎ অফিস স্থানান্তর না করার জোর দাবী জানান।