প্রভাষক জাহিদ হাসান, নিজস্ব প্রতিবেদক:
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টা ঘোষিত নির্ধারিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেটি হবে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ও শান্তিপূর্ণ নির্বাচন।
শনিবার (১৯ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘টেডএক্স কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শফিকুল আলম বলেন, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, প্রধান উপদেষ্টা যেদিন নির্বাচনের কথা বলেছেন, ঠিক সেদিনই নির্বাচন হবে। একদিনও পেছানো হবে না। নির্বাচন হবে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক। এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে পরিপূর্ণ ও গ্রহণযোগ্য একটি নির্বাচন, যাতে জনগণ প্রকৃত অর্থেই মত প্রকাশের সুযোগ পাবে। ইভেন্টটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ময়নামতি অডিটোরিয়ামে।
তিনি আরও বলেন, আমরা যদি বিশ্বের অন্যান্য দেশের দিকে তাকাই, তাহলে বুঝি রাজনৈতিক ঐক্যমত গঠনে কত সময় লাগে। অথচ আমাদের দলগুলো বারবার আলোচনায় বসছে, যা খুবই ইতিবাচক। শিগগিরই ‘জুলাই সনদ’ প্রকাশ পাবে বলে আমরা আশাবাদী।
প্রেস সচিব তাঁর বক্তব্যে দেশের তরুণ প্রজন্মের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এই যে গোল্ডেন জেনারেশন, যারা শেখ হাসিনার মতো একনায়ককে হটাতে পেরেছে, তারাই দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। তারা পারবে দেশকে মেরামত করতে।
অনুষ্ঠানে, দেশের খ্যাতনামা লেখক, সাংবাদিক, শিল্পী ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।