মিজানুর রহমান, বিশ্বম্ভরপুর সুনামগঞ্জ
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ স্বরূপ বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রদলের আয়োজনে জুলাই আগস্ট আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দুয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৯ জুলাই শনিবার বাদ জোহর বিশ্বম্ভরপুর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রদলের আয়োজনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রেজাউল হক সহসহল এর সভাপতিত্বে বিশ্বম্ভরপুর সরকারি দিগেন্দ্র বর্মন ডিগ্রী কলেজের সাবেক সদস্য সচিব ইসমাউজ্জামান উজ্জ্বল এর পরিচালনায় এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রদলের সদস্য মামুনুর রশিদ, উপজেলা ছাত্রনেতা - দিলোয়ার হোসেন, সাজিদুর রহমান জিল্লুর রহমান পিয়াস খাইরুল আলম লিটন প্রমূখ। এছাড়াও বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রদলের বহুনেতাকর্মী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বক্তাগণ উল্লেখ করেন যে, জুলাই আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণ, শহীদ ও আহতদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, সকল অংশীজনের অবদানের স্বীকৃতি ও ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার দীর্ঘ ধারাবাহিক লড়াইয়ের বীরুচিত বিজয়ের প্রথম বর্ষপূর্তি উদযাপনে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রদল মাস ব্যাপী কর্মসূচির ঘোষণা করেন। জুলাই স্মৃতি বাস্তবায়নে বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে।