সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি
কিডনি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের রামদীঘা গ্রামের পিংকন সরকার (২৪)।
নারায়ণগঞ্জের একটি গার্মেন্টসে শ্রমিকের কাজ করে পরিবারের হাল ধরেছিলেন এই তরুণ। তবে পাঁচ মাস ধরে দুটো কিডনিই বিকল হয়ে যাওয়ায় এখন সে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি রয়েছে পিংকন।
টাকার অভাবে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় কাটছে দিন।
পিংকন সরকার বলেন, ‘দীর্ঘদিন ধরে অসুস্থ। দুই কিডনি বিকল হয়ে গেছে। চিকিৎসা চালাতে গিয়ে পরিবার ঋণে ডুবে গেছে।
সুস্থ হয়ে আবার কাজে ফিরতে চাই, পরিবারের দায়িত্ব নিতে চাই। সরকার, সমাজের বিত্তবান মানুষের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি।
পিংকনের বাবা ওকিল চন্দ্র সরকার বলেন, ‘আমার ছেলের চিকিৎসায় সর্বস্ব বিক্রি করেছি। বাড়ির ভিটেমাটি ছাড়া আর কিছুই নেই।
এখন আর চিকিৎসা চালানোর কোনো উপায় নেই। সরকারের পাশাপাশি সমাজের দয়ালু ও সহৃদয় মানুষদের কাছে ছেলের জীবন বাঁচাতে সহযোগিতা চাই।’
লিংকনের জীবন বাঁচাতে মানবিক সহযোগিতার আবেদন জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। সহযোগিতা পাঠানো যাবে নিম্নোক্ত বিকাশ ও রকেট নম্বরে- ০১৭৩৬৪৬৩১১০ (বিকাশ), ০১৬০১২৩১৬৪২ (রকেট)।