ভুতের দল
গায়ের পাশে একটা আছে,
সবুজ ঘেরা পাহাড়।
সেই পাহাড়ে ভুতের দল,
করে বসে আহার।
খায় দায় ফুর্তি করে আর,
শুয়ে শুয়ে তাঁরা ঘুমায়।
রোজ রোজ গভীর রাতে,
ছেলে মেয়েদের জাগায়।
শিং উঁচিয়ে দাঁত কেলিয়ে,
ভয় দেখায় ভুতের দল।
ভুতের ভয়ে জড়সড় ছেলেমেয়েরা,
কি করি আজ তোরা বল।
গায়ের মানুষ এবার সবাই,
ডাকলো একটা সভা।
ভুতের দল তাড়াও এবার,
না-ই তাতে কোন রফা।
বৃষ্টি পড়ে ধানের ক্ষেতে
বৃষ্টি পড়ে ধানের ক্ষেতে
রিমঝিম ঝিম করে।
বৃষ্টি পড়ে হালকা হাওয়ায়,
ব্যাঙেরা ডাক ধরে।
বৃষ্টি পড়ে আকাশ থেকে,
মেঘ গুড় গুড় করে।
বৃষ্টি পড়ে পুকুর পাড়ে,
মাছেরা খেলা করে।
বৃষ্টি পড়ে নদীর ধারে,
কানায় কানায় ভরে।
বৃষ্টি পড়ে আকাশ থেকে,
খাল বিল টইটম্বুর করে।
নাটক নাটক
নাটক নাটক এতো নাটক,
চলছে নাটকের মহরা।
পথে- ঘাটে হাট বাজারে,
চলছে নাটকে স্বজোরা।
সমাজ নীতিতে চলছে নাটক,
আইন আদালতে নাটক।
রাজনীতিতে চলছে দারুণ
সাজানো বেশ নাটক।
মানুষের জীবন দুর্বিষহ
নাই তাতে লেখা ভালো।
নাটক নাটক এতো নাটক,
জনজীবন হচ্ছে কালো।
গ্যানজ্যাম
সব জায়গাতেই চলছে এখন,
গ্যানজ্যাম আর গ্যানজ্যাম।
শান্তির শ্বাস নাই তো কোথাও,
হচ্ছে বলে মহা-গ্যানজ্যাম।
শান্তির বাণী শোনাতে গিয়ে,
আনছে ডেকে অশান্তি।
শুদ্ধ কথা বলতে গিয়ে আরও,
আনছে ডেকে ভ্রান্তি।
ক্ষেতের ভেতর যদি থাকে,
আগাছা আর পরগাছা।
সেই ক্ষেতের ফসল ভালো,
হয় না কভু তরতাজা।
শান্তি প্রিয় সব কাজেতে,
খুশির জোয়ার বয়ে আনে।
অশান্তির মাঝে গ্লানি যত,
আনবে ডেকে গ্যানজ্যামে।
পাকনা নেতা
পাকনা পাকনা কথা বলে,
যায় না নেয় হওয়া।
ভালো নেতা হলে হলে,
শুভ গান লাগে গাওয়া।
কথা বলার ধরন তোমার,
থাকতে হবে মাধুর্যতা।
হিসাব নিকাশ কথার মানে,
থাকবে তবে শালীনতা।
কথার মাঝে থাকবে সুখ,
বেঁচে থাকার স্বপ্ন।
কথার মাঝে থাকবে না দুখ,
স্বপ্ন না হয় যে পন্ড।
পাকনা পাকনা কথা বলে,
যায় না নেতা হওয়া।
নেতা হওয়া যায় প্রয়োজন,
ভালোবাসা লওয়া।