হাত আমার কাঁপছে,
সূর্যের তীক্ষ্ণ আলো আলিঙ্গন করে আমার সর্বাঙ্গ।
আমি তোমার অভিমুখ থেকে
পশ্চিম দিগন্তে ভেসে যাবো,
আসবো না এই ভালোবাসার সাম্রাজ্যে ।
আমার হৃদয়ের কোঠারে জমানো স্মৃতি,
তোমার হস্তে অর্পণ করে দিবো।
নদীতে ভেসে যায় তরী পাল তুলে
ধীরে ধীরে পৌঁছায় গন্তব্যে,
আমিও পৌঁছে যাবো যেন মৃত্যুর কোঠায়।
আসবো না আর জোৎস্না মাখা নদীর জলে,
কলকল ধ্বনি স্পর্শ করবে না কর্ণে।
সুর হবে না কণ্ঠে, বাজবে না বাঁশি,
পাখিদের গান হবে না শুনা,
তোমার ঠিকানায় চিঠি লেখা হবে না
আমি চলে যাচ্ছি, আসবো না ফিরে।