কলমেঃ আফসানা আক্তার
আজ বাতাসের গায়ে রংধনু আঁকা
পাহাড়ের গায়ে আতশবাজির ফুলকি ফোঁটা।
ঝর্ণা ছোটে নদীর ধারায়
আকাশ ভাসে তারার মেলায়।
কোন সে খুশির ঢেউয়ের তালে
নৌকা ছোটে সুরের পালে,
কিসের নেশায় বকের সারি
সন্ধ্যে বেলায় জটলা বসায়।
সময় এখন ফিরবে বাড়ি
তাইতো সবাই গাঁথছে এখন-
বকের সারি নকশি কাঁথায়।
পাখির দল আজ গাছের শাখে
কিসের আশায় চাদর পাতে,
গাছের পাতা কিসের আশে
ভোরের রোদের ঝিলিক মাখে।
অসময়ে কোকিল কেন কুহুতানে
কোন সেদিনের স্মৃতির টানে,
কিসের নেশায় কৃষ্ণচূড়া
ফুলের থোকার পসরা সাজায়।
কোন সে খুশির পাগল হাওয়া
লতায় পাতায় কাঁপন ধরায়।
শুনবে যদি আসল কথা
আমার পিছু ধরো-
খুঁজতে যাবো সাগর তলে,
মুক্তারা সব স্বরলিপি আঁকে।গল্পকথা থরে থরে।
কেউ ভাবেনি এই সে আশা
যার আসাতে গল্পমাখা,
এক ফালি চাঁদ উঠলো হেসে।স্মৃতি সুখের কাব্য বেশে।
আমি তখন ভাবছি বসে
একি হলো!উঠছি কেঁশে
সবাই সুরে গান ধরেছে-
ঝরণারা আজ কাব্য লিখে
তোর সেই আসার দিন গুণে।