কলমে: প্রভাষক জাহিদ হাসান
মুখের কথায় হয় না জ্ঞানী
থাকলে অজ্ঞ মন,
মানুষ হয়ে জন্ম নিয়েও
আসল মানুষ হয় কয়জন!
ভালো সাজা অতি সহজ
কঠিন ভালো হওয়াতে,
সুন্দর কথায় হবে কি
থাকলে ময়লা অন্তরেতে।
শুধু গায়ের শক্তি দিয়ে
যায় না হওয়া নেতা,
মানুষ হতে না পারাটাই
জীবনের বড় ব্যর্থতা।
ঠিকানা: জগন্নাথপুর, সুনামগঞ্জ।
মোবাইল: 01715-187347