এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে পানির গাড়ির নিচে চাপা পড়ে আলতাব আলী কবিরাজ(৫৫)নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। রবিবার(২০জুলাই) বেলা ১১টা দিকে বালাতৈড় ফুটবল মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলতার আলী কবিরাজ নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বদলপুর গ্রামের মৃত জোহর আলী কবিরাজের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল ১১টার দিকে বলাতৈড় ফুটবল মাঠ এলাকায় রাস্তা পাকা করণের কাজে ব্যবহৃত পানির গাড়ি রাস্তায় পানি দেওয়ার সময় আলতাব হোসেন সাইকেল নিয়ে বালাৈতড় মোড়ে যাওয়ার পথে ধাক্কা লেগে ওই পানির গাড়ির চাকার নিচে পড়ে মারাত্মকভাবে আহত হন।
স্হানীয়রা উদ্ধার করে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে তাঁর মৃত্যু হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এই বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।