বিশেষ প্রতিনিধি খুলনা বিভাগ
ঐতিহ্যবাহী বি.এল.জে মাধ্যমিক বিদ্যালয়ের পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বটিয়াঘাটা ভান্ডারকোট বি.এল.জে স্কুলের উদ্যোগে আজ ২০ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, একটি ফলজ গাছ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে বি.এল.জে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক বাবু সংখ্যার প্রসাদ সরকার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “প্রতিটি গাছ একটি জীবন, একটি ভবিষ্যৎ। আমাদের সকলের দায়িত্ব এই গাছগুলিকে রোপণ করে যত্ন নেওয়া, যাতে আমাদের পরিবেশ সুন্দর ও সবুজ থাকে।”
এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সকলে একসাথে গাছ লাগানো ও পরিবেশ রক্ষায় অঙ্গীকারবদ্ধ হওয়ার শপথ গ্রহণ করেন।
এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব মনোভাব ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ এই কর্মসূচিকে একটি নিয়মিত উদ্যোগ হিসেবে চালু রাখার প্রতিশ্রুতি দেন।