বিশেষ প্রতিনিধি খুলনা বিভাগ
ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীদের ডাকা আজকের হরতাল কর্মসূচিকে ঘিরে খুলনার বটিয়াঘাটা উপজেলার ৫,৬ ও ৭ নম্বর ইউনিয়নে সকাল থেকেই টহল ও নিরাপত্তা দায়িত্ব পালন করছে পুলিশ। দায়িত্বে রয়েছেন ভান্ডারকোট পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম, যিনি তার টিমসহ মেন মেন বাজারসহ আশপাশের এলাকায় সক্রিয়ভাবে হরতাল ডিউটি পালন করছেন।
হরতালকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে এবং জনসাধারণের স্বাভাবিক চলাফেরা ব্যাহত না হয়, সেজন্য পুলিশ সদস্যরা সকাল থেকেই এলাকায় টহল দিচ্ছেন এবং বাজারগুলোতে অবস্থান করছেন।
ভান্ডারকোট ক্যাম্প ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম জানান, “মানুষের জানমাল রক্ষা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে আমরা সর্বাত্মক প্রস্তুত। হরতাল চলাকালীন কেউ যাতে জননিরাপত্তা বিঘ্নিত না করতে পারে, সে জন্য আমাদের টিম নিয়মিত টহলে আছে।”
এ বিষয়ে বটিয়াঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “বটিয়াঘাটা থানার আওতাভুক্ত প্রতিটি এলাকায় আমরা সতর্ক অবস্থানে আছি। হরতাল চলাকালে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলার সুযোগ নেই। প্রতিটি ইউনিয়নে পুলিশ টিম মোতায়েন করা হয়েছে। আমরা চাই, জনগণ স্বাভাবিক জীবনে ফিরে যাক এবং নিরাপদে চলাফেরা করুক।”
হরতালের শুরু থেকে দুপুর পর্যন্ত বটিয়াঘাটার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ তৎপরতা হরতাল শেষ না হওয়া পর্যন্ত চলবে।